সাইবার থ্রেটের বিরুদ্ধে লড়তে প্রস্তুত মুখ্যমন্ত্রী

অমরাবতী: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সোমবার অন্ধ্রপ্রদেশ সাইবার সিকিউরিটি অপারেশনস সেন্টারের উদ্বোধন করলেন৷ অমরাবতীতে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷
এপিসিএসওসি রাজ্যের তথ্য প্রযুক্তি, বৈদ্যুতিন ও যোগাযোগ(এইটি ও ইঅ্যান্ডসি) এর একটি উদ্যোগ৷ নাইডু এক বিবৃতিতে বলেন, “সাইবার নিরাপত্তার হুমকির সম্মুখীন হবে এই কেন্দ্রটি, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের ও সংস্থার উপর যদি কোনও থ্রেট আসে তাহলে বিশ্লেষণের মাধ্যমে ও তাদের বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে সাইবার হুমকির মোকাবিলা করতে পারবে রাজ্য৷”
মুখ্যমন্ত্রী এও বলেন, “নিরাপত্তার কেন্দ্রে সিকিউরিটি অপারেশন সেন্টার (SOC), যা একটি মিশ্র নিরাপত্তা বিশ্লেষণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে৷ এটি ব্যাপক হারে তথ্য বিশ্লেষণ করে৷ আমাদের রাজ্য প্রাইসওয়াটারহাউস কুপার্স(পিডব্লুসি) সাইবার সিকিউরিটি কনসালট্যান্ট হিসেবে কাজ করে সরকারের সঙ্গে৷ রাজ্যের পরিকাঠামোকে উন্নত করতে তারা সাহায্য করছে৷”