হঠাৎ ‘সাবালক’ নির্বাচন কমিশনের সঙ্গে চূড়ান্ত বিরোধ সরকারের

মানব গুহ-দেবযানী সরকার, কলকাতাঃ শেষ পর্যন্ত মমতা সরকারকে ‘না’ বলতে পারল রাজ্য নির্বাচন কমিশন৷ কলকাতা হাইকোর্টে প্রতিদিন লজ্জায় ডুবে যেতে যেতে অবশেষে কি কিছুটা হলেও শিরদাঁড়া সোজা করে করতে পারল নির্বাচন কমিশন? উঠছে প্রশ্ন৷
‘রমজান মাসের আগেই পঞ্চায়েত ভোট শেষ করতে হবে, দরকার হলে একদিনে পুরো ভোট শেষ করতে হবে’, রাজ্য সরকারের এই অবস্থানকে শেষ পর্যন্ত ধাক্কা দিতে পারল রাজ্য নির্বাচন কমিশন৷ গতকালই নতুন করে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষন ঘোষণা করার কথা ছিল নির্বাচন কমিশনের৷ কিন্তু একদিনের বর্ধিত মনোনয়ন ঘিরে ফের অশান্তি ও সন্ত্রাসের আবহ তৈরি হওয়ায় ভোটের দিন ঘোষণা করে নি কমিশন৷
মঙ্গলবার দুপুরে রাজ্য পঞ্চায়েত দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি সৌরভ দাসের সঙ্গে একদফা বৈঠকের পরও ভোটের দিন ঘোষণা করতে পারল না নির্বাচন কমিশন৷ রাজ্যের দাবি একদিনে পঞ্চায়েত ভোট করাতে হবে৷ কিন্তু কমিশন একদিনে ভোট করাতে রাজী নয়৷ কমিশন আগের মতোই তিন দফায় বা কমপক্ষে দু দফায় ভোট করাতে চায়৷