দুঃস্থ ও ছাত্রছাত্রীদের পাশে গৌড়দহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দির এবং স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট

খাসবার্তা প্রতিবেদন, দক্ষিণ ২৪ পরগনা ঃ অসহায় পরিবারের পাশে দাঁড়াল গৌড়দহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দির। ১১ জানুয়ারি আলিপুর থানা এলাকায় বিদ্যামন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় বিদ্যামন্দিরের কর্ণধার সুব্রত মণ্ডল ১২০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এছাড়া ১০০ জন ছাত্রছাত্রীর হাতে বই, খাতা, পেনসিল তুলে দেওয়া হয়েছে। একই দিনে ১২০ জন মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে তাদের চক্ষুছানি অপারেশনেরও ব্যবস্থা করা হয়। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে প্রত্যেক রোগীর হাতে মাক্স তুলে দিয়েছেন স্বর্ণদ্বীপ ট্রাস্টের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার জলসার তারকা মাফিন এবং টাপুর টুপুর সিরিয়ালের নায়িকা পায়েল।
দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত বধূক গৌড়দহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরের কর্ণধার সুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “একটা প্রত্যন্ত গ্রামের মানুষের পাশে থেকে সুব্রতবাবু যে সেবা করে চলেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আশা রাখি। তার কর্মকাণ্ডের পাশে থেকে অসহায় মানুষের পাশে থাকবে স্বর্ণদ্বীপের সদস্যরা”।
আম্ফানের সময় স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট মানুষের পাশে থেকে কাজ করায় প্রেসক্লাবের পক্ষ থেকে শংসাপত্র দিয়ে তাদের সম্মানিত করে। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।