আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব শুনুন ভিডিও বক্তব্যে

নয়ন গড়াই, রামপুরহাট, রাজীব সিং, সিউড়ি ও সুব্রত বন্দ্যোপাধ্যায় বোলপুর, ২১ জুন ঃ
সারা দেশের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো বীরভূমেও। আজ সকালে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুল চত্বরে যোগ দিবস শিবিরের আয়োজন করেছিল আন্তর্জাতিক যোগ দিবস সমিতি। যোগ শিবিরে এলাকার প্রায় তিনশতাধিক উৎসাহী মহিলা ও পুরুষ অংশগ্রহন করেছিলেন। শিবিরে যোগ প্রশিক্ষন দেন এলাকার বেশ কয়েকটি যোগ প্রশিক্ষণ কেন্দ্রের যোগ গুরুরা। ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রায় দু’ঘন্টা ধরে এই যোগান শিবির চলে। এই শিবির ঘিরে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল।
সিউড়ি বিদ্যাসাগর কলেজে মাঠে আজ সকালে আন্তর্জাতিক যোগ দিবস পালন করে এন সি সি’র ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ান। ৬০০ ছাত্র এই শিবিরে অংশগ্রহণ করে। কম্যান্ডার অলোক ঘোষ বলেন, “স্কুল ও কলেজের ছেলেমেয়েদের নিয়ে এই যোগ দিবস পালন করা হল”। তিনি যোগ দিবস নিয়ে বিস্তারিত বর্ণনা করেন।
বিশ্বভারতীর পক্ষ থেকেও আজ সকালে যোগ দিবস পালন করা হল। শিবিরে ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীরা উপস্থিত ছিলেন। ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন। তিনি যোগ দিবসের বিষয়ে বার্তা দেন।