যোগা প্রতিযোগিতায় জাতীয়স্তরে চতুর্থ আবির যাবে ইন্দোনেশিয়া

খাসবার্তা প্রতিবেদন, রামপুরহাট, ২৩ আগস্ট ঃ
যোগা প্রতিযোগিতায় জাতীয়স্তরে চতুর্থস্থান অর্জন করে এবার ইন্দোনেশিয়া যাচ্ছে রামপুরহাটের ছোট্ট আবির। তার যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
সব খেলাকে সরকার গুরুত্ব দিলেও যোগাকে তেমন নজরে দেয় না সরকার। আক্ষেপ যোগা প্রশিক্ষক পিয়ালী সিনহা সরকারের। তার সংস্থার ছাত্র আবির দাস দিন কয়ে আগে নাগপুরে বিদ্যার্ভ যোগা অ্যাসোসিয়েশনের পরিচালনায় সর্বভারতীয় যোগা কালচার ফেডারেশনের উদ্যোগে ৩২ তম জাতীয় যোগা চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে। পিয়ালীদেবী জানান, ৬ থেকে ১০ বছর বয়সের যোগা প্রতিযোগিতায় ১৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তারমধ্যে পশ্চিমবঙ্গ থেকে ২২ জন অংশগ্রহণ করে। বীরভূম জেলা থেকে যোগ দিয়েছিল ৫ জন।
পিয়ালীদেবী বলেন, “আমি ছোট থেকেই যোগ চর্চা করে আসছি। বেশ কয়েকবার জাতীয়স্তরে সুযোগ পেয়েছিলাম। কিন্তু আর্থিক কারনে পৌঁছতে পারিনি। সরকারে পক্ষ থেকেও যোগাকে গুরুত্ব দেওয়া হয় না। অথচ সব খেলার আগে যোগ চর্চা আবশ্যিক। আমরা দাবি করছি সরকার যোগ চর্চার উপর নজর দিক”।