স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্যে সন্ত্রাস বন্ধে রাজ্যপাল এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন বিধায়কের

খাসবার্তা প্রতিবেদন, রামপুরহাট, ১৭ জুন ঃ
চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে স্বাস্থ্য ব্যবস্থাকে সচল করার জন্য এবার রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন বীরভূমের হাঁসন কেন্দ্রের বিধায়ক, আইনজীবী মিল্টন রসিদ। একই সঙ্গে রাজ্যে সন্ত্রাস বন্ধে হাইকোর্টের মুখ্য বিচারপতির কাছে আবেদন করেন তিনি।
এন আর এসে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে সাতদিন ধরে আন্দোলনে জুনিয়ার ডাক্তাররা। বন্ধ হাসপাতালের বহির্বিভাগ। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এক দিকে নিরাপত্তার দাবি জানিয়ে জুনিয়ার চিকিৎসকদের আন্দোলন অন্য দিকে মুখ্যমন্ত্রীর দাম্ভিকতায় সমস্যা জটিল হয়ে উঠেছে। এনিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করলেন হাঁসন কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ। তার দাবি কোনরকম অহং না রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। প্রয়োজনে আপনি হস্তক্ষেপ করে জটিলতা কাটাতে উদ্যোগী হোন। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা বন্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে হাইকোর্টের মুখ্য বিচারপতিকে।
মিল্টনবাবু আবেদন করেছেন, “আপনার আইনি গণ্ডি এবং সীমারেখার মধ্যেই রাজ্যে হিংসা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুণ”। বিধায়ক বলেন, “যেভাবে চিকিৎসকরা আন্দোলনে করছেন তাতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। তাই অবিলম্বে সমস্যার সমাধান করা প্রয়োজন। সেই কারণেই রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছি”।