নলহাটিতে অটলজীর মৃত্যুতে মাথা মুণ্ডন করে শ্রাদ্ধ সারলেন বিজেপির, নানুরে বিজেপি কর্মীদের মারধর

খাসবার্তা প্রতিবেদন, নলহাটি, ১৯ আগস্ট ঃ
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে মাথা মুণ্ডন করে ক্ষৌরকর্ম সারলেন বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লক বিজেপি। আজ নলহাটির ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দলীয় কার্যালয়ে বিজেপি নেতা কর্মীরা জমায়েত হন। এলাকার বিজেপি নেতা, দলের জেলা সম্পাদক অনিল সিংহের নেতৃত্বে কর্মসূচী পালন করা হয়। সেখানে মাথা মুণ্ডন করেন এক ইসলাম ধর্মপ্রাণ বিজেপি ভক্তও। এদিকে নানুর থানার পুলিশ অনুমতি না দেওয়ায় বাজপেয়ীর শোকসভার করতে পারল না বিজেপি। এমনকি মিছিল যাওয়ার প্রস্তুতি নেওয়ায় তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
১৬ আগস্ট বিকেল ৫ তা ৫ মিনিটে মৃত্যু হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীর। পরদিন দিল্লিতে তার সৎকাজ করা হয়। তার মৃত্যুতে দেশের সঙ্গে শোকাহত বীরভূমের বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। মৃত্যুর দিনেই রাত্রে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভাশিস চৌধুরী নেতৃত্বে শোক মিছিল বের করা হয়। পরদিন সিউড়িতে জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের নেতৃত্বে কালো ব্যাজ পড়ে মিছিল শহর পরিক্রমা করে। শনিবার বিকেলে ময়ূরেশ্বরে প্রাক্তন জেলা সভাপতি অর্জুন সাহা এবং বড়শাল গ্রামে অসিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে শোক পালন করা হয়। তবে এদিন নলহাটিতে বিধি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্রিয়াকর্ম সারলেন বিজেপি নেতৃত্ব। দলের জেলা সম্পাদক অনিল সিং সহ দলের ১০ জন কর্মী সমর্থক মাথা মুণ্ডন করে ক্রিয়াকর্মে অংশগ্রহণ করেন। পুরোহিতের মাধ্যমে মন্ত্রউচ্চারণ করে শ্রাদ্ধ সারেন বিজেপি নেতারা। প্রথমে দলীয় অফিসের ছাদে ক্ষৌরকর্ম সারেন। মাথামুন্ডন করেন অনিল সিং, কাশীনাথ সিং, অসিত কুমার মণ্ডল, প্রদীপ মাল, রজত সিং, মিঠু কোনাই, ফকির শেখ সহ অনেকে। এরপর স্নান সেরে শুরু হয় শ্রাদ্ধ।
অনিলবাবু বলেন, “আজ আমরা জাতির জননেতা অটলবিহারী বাজপেয়ীর তিনরাত্রি পালন করলাম। তিনি দেশকে যে দিশা দেখিয়ে গিয়েছেন তা আজ মানুষ বুঝতে পারছেন। তাই তো তার সৎকাজে মানুষের জনজোয়ার নেমেছিল দিল্লির রাস্তায়। আমরা আজ সারাদিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করলাম। বিকেলে স্মরণসভার আয়োজন করা হয়”।
ফকির শেখ বলেন, “এখানে ধর্মের কোন বিষয় নেই। আমি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা করতাম। তিনি আমার কাছে আদর্শ মানুষ। তাই মাথা মুণ্ডন করে শোক জ্ঞাপন করলাম”।
এদিকে এদিন সকালে নানুর বি ব্লকের পক্ষ থেকে শোক মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো থানায় লিখিত জানানো হয়। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় মিছিল বের করা সম্ভব হয়নি বলে জানান মণ্ডল সভাপতি মনোজ সাধু।
তিনি বলেন, “আমরা পুলিশকে আগাম জানিয়েছিলাম। কিন্তু ওসি আমাদের পরিষ্কার জানিয়ে দেন মিছিল করা যাবে না”। মিছিল করা গেলে না বলে মুচলেখা দেওয়ার জন্যও ওসি চাপ সৃষ্টি করেন বলে তার অভিযোগ। এদিকে মিছিলে অংশগ্রহণ করার জন্য বের হতেই চারকল গ্রামে তিন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জখম বিজেপি কর্মীরা হলেন বাবন দাস, নিখিল দাস এবং সুকুমার থান্ডার। মনোজবাবুর অভিযোগ, তৃণমূলের মিঠু শেখ, খাদিম শেখ, বাপি ঘোষ, বাসুদেব থান্ডাররা বাঁশ, লাঠি দিয়ে তাদের মারধর করে। এমনকি তাদের হাসপাতাল পর্যন্ত যেতে দেয়নি। পুলিশকে জানিয়েও কোন সাহায্য পাওয়া যায়নি।