রামপুরহাট হাইস্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী

Friday, August 2nd, 2019
খাসবার্তা প্রতিবেদন, রামপুরহাট, ২ আগস্ট ঃ
প্রতিষ্ঠা বার্ষিকীতে রামপুরহাট উচ্চ বিদ্যালয়ে মাল্টি জিমের উদ্বোধন করা হল শুক্রবার। উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন ছাত্র, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়া এদিন মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থানাধিকারি সাবর্ণি চট্টোপাধ্যায় ও কৃতি ছাত্র বঙ্গাব্দ দাসকে সম্বর্ধিত করা হয়। স্কুলের বিভিন্ন ক্লাসের মেধা ছাত্রদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। সকালে প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্কুলের প্রাক্তন শিক্ষক নিখিল সিনহা স্কুলের উন্নয়নে পঞ্চাশ হাজার টাকার চেক বর্তমান প্রধান শিক্ষক মহম্মদ নূর–উজ–জামানের হাতে তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে স্কুলে কর্তৃপক্ষকে বেশ কিছু প্রস্তাব দেন আশিসবাবু।