প্রাথমিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা রামপুরহাটে

খাসবার্তা প্রতিবেদন, রামপুরহাট, ২২ নভেম্বর ঃ
কচি কাঁচাদের নিয়ে মহকুমা স্তরে প্রাথমিক, নিম্নবুনিয়াদী, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মহকুমা ভিত্তিক ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রামপুরহাট গান্ধীপার্ক ময়দানে। প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক, রামপুরহাটের মহকুমাশাসক শ্বেতা আগরওয়াল। এবারের খেলায় মহকুমার ৭ টি ব্লক থেকে ৩০৮ জন ও ৪৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগী অংশ গ্রহণ করে। যে সব প্রতিযোগী এখানে প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করবে তারা পরবর্তীতে জেলা স্তরের খেলায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে। তবে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় সকল স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। কচি কাঁচাদের উৎসাহ দিতে মাঠে ভিড় উপচে পড়ে।