পঞ্চায়েত নির্বাচনের আগে কড়া নজরদারি মালদহে

স্টাফ রিপোর্টার, মালদহ: পঞ্চায়েত নির্বাচনের আগে সন্দেহজনকদের অনুপ্রবেশ আটকাতে আরও কড়া নজরদারি করল মালদহ৷ বিশেষ করে মালদহ সংলগ্ন বিহার ঝাড়খন্ড সীমান্তবর্তী রতুয়া হরিশচন্দ্র ও বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক বৈষ্ণবনগর থানা এলাকায়৷ বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তে লাল সর্তকতা জারি করেছে৷
মালদার ভৌগোলিক মানচিত্র নজর দিলে দেখা যায় জেলার মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর এলাকার পাশেই রয়েছে বিহার ও ঝাড়খন্ড এলাকা৷
পাশাপাশি জেলার কালিয়াচক, বৈষ্ণবনগর, বামনগোলা, মালদা থানা ইংরেজবাজার হবিবপুর এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা৷ এই সমস্ত এলাকা দিয়ে বর্হিরাগত দুস্কৃতিরা যাতে জেলার গ্রামগুলিতে ঢুকে কোনও অঘটনা ঘটাতে না পারে ও জেলার আসন্ন ভোটে কোনও অপ্রীতিকরা ঘটনা না ঘটে তাই এই ব্যবস্থা৷
বিগত দিনে মালদা জেলার সীমান্ত এলাকার গ্রামগুলিতে ভোটকে কেন্দ্র করে যাতে আর কোনও রাজনৈতিক হিংসাত্মক ঘটনা না হয়৷ জেলাতে যাতে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে বহিরাগতরা অশান্তি না করতে পারে সেই কারণেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে৷ সর্তক করা হয়েছে বিএসএফকে৷ সিল করা হয়েছে সীমান্ত৷