বর্ধমানে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফের সংঘর্ষ

Tuesday, April 24th, 2018
স্টাফ রিপোর্টার, বর্ধমান: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বাদ পড়ল না পূর্ব বর্ধমানও৷ শনিবার সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় তৃণমূল কংগ্রেসের ১২ জন এবং সিপিএমের ১০জন আহত হয়৷ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করেছে৷
নির্বাচন কমিশনের নির্দেশে শনিবার মহকুমা শাসকের অফিসেও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এদিন সকাল থেকেই প্রস্তুতি শুরু করে দেয় শাসকবিরোধী সিপিএম, বিজেপি, এসইউসিআই সকলেই৷