মনোনয়নকে ঘিরে সাংবাদিক হেনস্থায় গ্রেফতার ৬

Tuesday, April 24th, 2018
দুর্গাপুর: গতকাল মনোনয়ন জমা দেওয়ার ছবি করতে গিয়ে প্রশাসনিক ভবনে আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকজন সাংবাদিক । কাল রাতেই পান্ডবেশ্বর থেকে এই ঘটনায় ৬ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম শেখ সাহেব , প্রসেনজিত কুইলা , শেখ নুর মহম্মদ , শেখ মুসারফ , শেখ আলাউদ্দিন ওরফে কালু ও শেখ গেন্ডা । ধৃতদের আজ দুর্গাপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, সোমবার মনোনয়নের খবর করতে গিয়ে বহিরাগতদের হাতে গুরুতর আক্রান্ত হন একটি বেসরকারী বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক। তাকে উদ্ধার করতে গিয়ে বেধড়ক মার খান আরও চার সাংবাদিক৷ ঘটনাটি ঘটে দুর্গাপুরের আদালত চত্বরে। আহত সাংবাদিক বিকাশ সেন ও অন্যান্য সাংবাদিকদের দুর্গাপুরের সিটি সেন্টারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়৷