বিডিও অফিসের আধিকারিক এবং ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

নন্দন দত্ত, রামপুরহাট, 19 জুন :
পানীয় জল সরবরাহ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বিডিও অফিসের আধিকারিক এবং ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। নিম্নমানের সামগ্রী বদলে দেওয়ার আশ্বাসে গ্রামবাসীরা তাদের ছেড়ে দেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েতের বড়শাল গ্রামের লেট পাড়ায় কিছুদিন ধরে পানীয় জলের পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় ঢালাইয়ের ট্যাপকল বসানো হয়েছে। অভিযোগ মাটির নিচে যে পাইপ বসানো হচ্ছে তা নিম্নমানের। ঢালাইয়ের ট্যাপকল চাল হওয়ার আগেই ভেঙে পড়েছে। এ নিয়ে বিডিও অফিসে অভিযোগ করেন গ্রামবাসীরা। মঙ্গলবার বিকেলে বিডিও অফিসের বিভাগীয় বাস্তুকার অভয় বনিক গ্রামে যান। সঙ্গে ছিলেন কাজের ঠিকাদার। গ্রামবাসীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রাম থেকেই বিডিও অফিসে ফোন করেন অভয়বাবু। তিনি গ্রামবাসীদের জানিয়ে দেন নিম্নমানের সামগ্রী তুলে ফেলে সিডিউল মেনে কাজ করা হবে। এরপর গ্রামবাসীরা শান্ত হন। গ্রামের বাসিন্দা মল্লিকা লেট, নিখিল লেট, কনিকা লেটরা বলেন, “কাজের শুরুতেই আমরা সিডিউল দেখতে চেয়েছিলেন। কিন্তু ঠিকাদার গ্রামবাসীদের অন্ধকারে রেখে নিজের খেয়ালখুশি মতো কাজ করছিল। আমরা তারই প্রতিবাদ করেছি। আমাদের দাবি সিডিউল মেনে কাজ করতে হবে। তা না হলে আমরা কাজ করতে দেব না”।