সামাজিক সচেতনতার বার্তা নিয়ে তারাপীঠে জীবনবীমার পদাধিকারীরা

আশিস মণ্ডল, তারাপীঠ, ৬ জুন :
সামাজিক সচেতনতা বার্তা নিয়ে এগিয়ে এলো চিফ লাইফ ইনসিওরেন্স অ্যাডভাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বীরভূমের তারাপীঠে দুদিনের বার্ষিক সম্মেলনে সামাজিক সচেতনতার পাশাপাশি বেকার যুব সমাজকে কিভাবে আলোর পথ দেখান যায় তা নিয়ে আলচনা হয়েছে বলে জানান সংগঠনের কর্তারা।
৫ জুন থেকে তারাপীঠে শুরু হয়েছে চিফ লাইফ ইনসিওরেন্স অ্যাডভাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জীবনবীমার পূর্বাঞ্চলীয় শাখার রিজিওনাল ম্যানেজার রত্নাকর পট্টনায়েক, সংগঠনের জোনাল সম্পাদক গৌরীশঙ্কর পাল, সেন্ট্রাল সভাপতি জগদীশ ঝাঁওয়ার, জেনারেল সেক্রেটারি রমেশ কুমার জয়শোয়াল, জোনাল সভাপতি পলাশ নিয়োগী। সম্মেলনে ৪০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। জগদীশ ঝাঁওয়া বলেন, “বেকার ছেলেদের স্বনির্ভর করায় আমাদের প্রধান কাজ। এটাই আমাদেরে মুল লক্ষ্য। একদিন কাউকে সাহায্য করাই যায়। কিন্তু আমাদের লক্ষ্য এদের স্বনির্ভর করা। কারণ কাউকে সাহায্য করে স্বনির্ভর করা যায় না। ইতিমধ্যে আমাদের সংস্থায় যারা নতুন করে জীবনবীমার এজেন্ট হবেন তাদের দু’বছর শর্ত সাপেক্ষে পাঁচ হাজার টাকা করে সাম্মানিক দেবে। এভাবেই তাদের স্বাবলম্বী গড়ে তোলা হবে। এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের অধীনে একশো জন করে এজেন্ট রয়েছে”। গৌরীশঙ্কর পাল বলেন, “শুধু ব্যবসা নয়, দুঃস্থ মেয়েদের বিয়ের ব্যবস্থা থেকে আমাদের পরিবারের কোন সদস্যর অসুস্থ হলে ভিন রাজ্যে চিকিৎসার ব্যবস্থা করি। চিকিৎসার জন্য তাদের আর্থিক সাহায্যের পাশাপাশি যোগাযোগের সহযোগিতাও করে থাকি”।