কীটনাশক খেয়ে মৃত্যু গৃহবধূর

চন্দন কর্মকার, সাঁইথিয়া, ২২ জুন ঃ
কীটনাশক খেয়ে বাপের বাড়িতেই আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃত বধূর নাম রুমা মণ্ডল (২০)। বাপের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার মহিষচটি গ্রামে।
বছর দেড়েক আগে একই জেলার সাঁইথিয়া থানার ইন্দিরা গ্রামে পার্থ সারথী মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ছয় মাসের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের দাবি, শ্বশুর বাড়ির সমস্ত চাহিদা মেনে যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন তারা। বিয়ের পর থেকেই শাশুড়ি মেয়ের উপর অত্যাচার করত এবং গঞ্জনা দিত বলে অভিযোগ। জামাই ষষ্ঠীর তিনদিন আগে পার্থ নিজে রুমাকে বাপের বাড়িতে পৌঁছে দেয়। ঠিক ছিল ষষ্ঠীর দিন জামাই শ্বশুর বাড়িতে আসবে। কিন্তু না আসায় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন রুমা। এরপর আজ সকালে কীটনাশক খেয়ে বাড়ির মধ্যে চিৎকার করতে শুরু করে সে। বাড়ির লোকজন তাকে প্রথমে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে সিউড়ি হাসপাতালের নিয়ে যাওয়ার জন্য গাড়িতেই চাপানো মাত্র তার মৃত্যু হয়।
মা মঙ্গলী দে বলেন, “বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে অশান্তিতে ছিল মেয়ে। মাঝে মধ্যে সেকথা আমাকে বলত। কিন্তু মেয়ে এভাবে বিষ খেয়ে মরে যাবে ভাবতে পারিনি। কেন বিষ খেল তা বলেও গেল না”।