কয়লা কাণ্ডে বীরভূম যোগের আশঙ্কা ওড়ালেন না অনুব্রত

খাসবার্তা প্রতিবেদন, ময়ূরেশ্বর, ২৩ ফেব্রুয়ারি ঃ “কয়লা কাণ্ডে বীরভূমের তৃণমূলের নাম থাকতেই পারে। তবে ওসব নকল। ওসব করে তৃণমূলকে ভখানো যাবে না”।
আজ কোটাসুরে ময়ূরেশ্বর বিধানসভার মহিলা জনসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সভায় উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, দলের জেলা সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য। এদিনের সভাতেও ছিল মনোরঞ্জনের ব্যবস্থা। সভা শেষে কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সি বি আইয়ের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন, “ওসব চক্রান্ত”।
কয়লা কাণ্ডে বীরভূমের কারন নাম থাকতে পারে কি? প্রশ্নে অনুব্রত মণ্ডল বলেন, “থাকতেই পারে। নাম থাকলে অসুবিধার কি আছে। ওসব নকল। আসল তো নয়। ওসব ভয় তৃণমূলকে দেখিয়ে লাভ হবে না। জেল খাটিয়ে, ভয় দেখিয়ে লাভ হবে না। তৃণমূলের আন্দোলনকে দমানো যাবে না। মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে রায়টার্স থেকে বের করা হয়েছিল। হাজরা মোড়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তাতেও মমতাকে দমানো যায়নি। তৃণমূল মচকাবে তবু ভাংবে না”।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত ময়ূরেশ্বর বিধানসভায় ফের অভিজিৎ রায়কে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেন। বলেন, “অভিজিৎ আপনাদের কাছের ছেলে। আপনাদের কাছে যাবে। আপনারা ওকে ফেরাবেন না। এই ভোট অভিজিতের ভোট নয়। এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট”। যদিও প্রার্থীর নাম ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত বলেন, “অভিজিৎ বর্তমানে বিধায়ক। তাই তার নাম করেছি। প্রার্থীর নাম ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়”।