বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো নলহাটিতে

Sunday, December 9th, 2018
|
ধীরাজ চট্রোপাধ্যায় বীরভূম, 9 ডিসেম্বর:
ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো নহাটিতে। অবস্থা বেগতিক আঁচ পেয়ে সভা বাতিল করতে হয় দলের বীরভূম জেলা সভাপতিকে।
দলীয় সূত্রে জানা গেছে, বিজেপির রথযাত্রা কর্মসূচি নিয়ে রবিবার সকালে বীরভূমের নলহাটিতে একটি সভার আয়োজন করা হয়। সেই দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের। সভার খবর পেয়ে নলহাটি বিধানসভার বিজেপির শতাধিক কর্মী কালো পতকা নিয়ে সভাস্থল নলহাটি শিশু মন্দিরের কাছে দাঁড়িয়ে ছিলেন। বিক্ষুব্ধ গোষ্ঠী সিদ্ধান্ত নিয়ে ছিল তাকে গো ব্যাগ শ্লোগান দেওয়ার পাশাপাশি কালো পতাকা দেখাবে। রামকৃষ্ণ রায় অশান্তির আগাম খবর পেয়ে সেই কর্মসূচি বাতিল করেন। জেলার সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, “রথযাত্রা নিয়ে আমাদের একটা কর্মসূচি ছিল। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় এই কর্মসূচি বাতিল করতে হয়েছে। এ নিয়ে কারা কি করল তা আমি জানি না”।
বিজেপির বীরভূম জেলার সংখ্যালঘু মোর্চার সাধারন সম্পাদক বদিরুল ইসলাম বলেন, “রামকৃষ্ণ রায় এমন একজন ব্যক্তি যিনি তৃণমূলের সাথে যোগসাজস রেখে নানান ধরনে কাজ কর্ম করছেন। পঞ্চায়াতে নমিনেশন করতে পারেনি। তার জন্য দলকে কোনো সহযোগিতা করেনি। রামকৃষ্ণ রায় একটা গ্রুপ তৈরি করেছেন। সব জায়গা গ্রুপবাজি করছেন। এদিন রথের জন্য একটা কর্মসূচি ছিল। তিনি কেন এলেন না আমরা জানি না। আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করলাম”। বিজেপি কর্মী গৌতম ভট্টাচার্য বলেন, “স্থানীয় নেতৃত্বকে না জানিয়ে বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের নেতৃত্বে একটা কর্মসূচি গ্রহণ করে ছিল। আমরা জানতে পেরে কালো পতকা দেখিয়ে গো ব্যাগ শ্লোগান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম উনি ভয় পেয়ে আসেনি। কারণ তিনি শাসক দলের সভাপতি সাথে হাতে হাত মিলিয়ে দলের সর্বনাশ করছেন।ওনাকে আমরা নেতৃত্ব হিসাবে মানি না। উনি তৃনমূলের দালাল। তার প্রমান পঞ্চায়াতে ভোটে আমরা দেখেছি কোনো সহযোগিতা করেনি”।