ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় রাহানুমা

আশিস মণ্ডল, রামপুরহাট, ২ মে ঃ
আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল নলহাটির রাহানুমা তসমিন। নেপাল থেকে সোনার মেডেল নিয়ে মঙ্গলবার বাড়ি ফিরেছে সে।
ছোটো থেকেই কারাতের প্রতি ঝোঁক ছিল রাহানুমার। ষষ্ঠ শ্রেণী থেকে স্কুলেই ক্যারাটে প্রশিক্ষণ নিতে শুরু করে। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পায় সে। বর্তমানে উচ্চমাধ্যমিকের ছাত্রী রাহানুমা একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নেপালে গিয়েছিল সে। বাংলাদেশ, আফগানস্থান, শ্রীলঙ্কা, নেপাল ও ভারত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেখানে গিয়ে প্রথমেই নেপালকে হারায়। এরপর এলাহাবাদের এক তরুণীকে হারিয়ে দ্বিতীয় হয় সে। সংস্থার পক্ষ থেকে তার হাতে ট্রফি এবং সোনার মেডেল তুলে দেয়। রাহানুমা জানায়, ২৭ ও ২৮ এপ্রিল দুদিন ধরে প্রতিযোগিতা চলে। অধিকাংশই ছিল ব্ল্যাক বেল্ট। শুধুমাত্র মনের জোরেই তাদের হারিয়ে পুরস্কার ছিনিয়ে নিয়েছে সে। এর আগে পুনেতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় এবং রাজস্তরের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছে সে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan