নলহাটিতে শুরু আর্য্য মহাসভার পথ চলা শুরু

আশিস মণ্ডল, নলহাটি, ২ জুন ঃ
মাতা মনমোহিনীদেবীর ১৫০ তম আবির্ভাব তিথি মহাসমারোহে পালিত হল বীরভূমের নলহাটি থানার নবহিমাইতপুর গ্রামে। একই দিনে পথ চলা শুরু হল ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবনার ‘আর্য্য মহাসভা’র। উদ্বোধন করেন ঠাকুরের পৌত্র বাসুদেব চক্রবর্তী।
রবিবার ঠাকুর অনুকূল চন্দ্রের মাতা মনমোহিনীদেবীর আবির্ভাব তিথি। এই উপলক্ষে এদিন সকালে নবহিমাইতপুর গ্রামে ঠাকুরের আশ্রম প্রাঙ্গনে ঊষা মাঙ্গলিক, নগরপরিক্রমা, মাতৃ সম্মেলন, কীর্তনের আয়োজন করা হয় সকাল থেকে আশ্রমের ভিতর চলে যজ্ঞ এবং সমবেত নামগান। এরপর ঠাকুরের ঈপ্সিত ‘আর্য্য মহাসভার’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইতিমধ্যে এই মহাসভার সদস্যপদ গ্রহণ করেছেন বেশ কয়েকজন নেতা মন্ত্রী থেকে আমলা। মূলত যাঁরা ঈশ্বর বিশ্বাসী সেই সমস্ত মানুষকেই এই সভার সদস্য করা হবে।
নবহিমাইতপুর ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবাইত বিভাস চন্দ্র অধিকারী বলেন, “ঠাকুর বলেছেন ঈশ্বর এক। ধর্ম এক। প্রেরিতগণ একের বার্তাবাহী। সম্প্রদায় বিভিন্ন হতে পারে। এখন পর্যন্ত বেশ কিছু মন্ত্রী, সাংসদ এবং সমাজের বিশিষ্ট মানুষ আর্য্য কৃষ্টিকে যারা পছন্দ করেন তাঁরা আর্য্য মহাসভার সদস্য হয়েছেন। জোড় কদমে এই আর্য্য মহাসভার কাজ চালিয়ে যাব। তাদেরই আমরা সদস্যপদ দেব যারা ঈশ্বরে বিশ্বাসী”। এদিন অনুষ্ঠান উপলক্ষে দশ হাজার মানুষ পঙক্তিভোজে মিলিত হয়ে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন।