সাহিত্যপ্রেমী অনন্ত চট্টরাজের স্মরণসভা স্বপ্নপলাশের

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৩ ডিসেম্বর:
অকালে সাহিত্য জগতের মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সাহিত্য প্রেমী অনন্ত চট্টরাজ (৫৩) ওরফে অন্তু। রবিবার তাঁকে স্মরণ করল রামপুরহাটের সাহিত্য গোষ্ঠী স্বপ্নপলাশ। রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে সহিত্যিক অনন্ত চট্টরাজের পরিবারের উপস্থিতিতে স্মরণসভা করা হয়। অবিবাহিত অন্তু ছিলেন একজন নাট্যপ্রেমী এবং সাহিত্যপ্রেমী মানুষ। রামপুরহাট জিতেন্দ্র লাল পৌরমন্দিরের ছাতিম গাছ আজও তাঁর স্মৃতি বহন করে চলছে। কারণ তাঁরাই উদ্যোগে কবি শঙ্খ ঘোষ ওই ছাতিম গাছ লাগিয়েছিলেন। আর নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলেছিলেন অন্তু।
তিনি নিঃস্বার্থ ভাবে রামপুরহাটের সাংস্কৃতিক মঞ্চ রক্তকরবীর দেখভাল করতেন। বছর দুয়েক আগে সেই রক্তকরবীর সংস্কার শুরু করে রামপুরহাট পুরসভা। কিন্তু আজও তা সম্পূর্ণ হল না। ফলে রক্তকরবীর সংস্কার রূপ না দেখেই সাহিত্যজগৎকে কাঁদিয়ে চলতি বছরের ১৮ জুলাই তিনি পাড়ি দেন না ফেরার দেশে। করোনা আবহের কারণে এতদিন তাঁর স্মরণসভা করা সম্ভব হয়নি। আজ দূরত্ব বিধি মেনেই তাঁর স্মরণসভা করা হল। স্বপ্ন পলাশের পক্ষ থেকে পরিবারের হতে তুলে দেওয়া হল মানপত্র। শহরের সহিত্যিকরা এদিন চোখের জলে অন্তুর স্মৃতিচারণ করেন। তাঁর অজানা কর্মকাণ্ড তুলে ধরা হয় এই সভায়।