শিক্ষক দিবসে দুই মহতী কাজ জেলার দুই প্রান্তে

আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ সেপ্টেম্বরঃ
অগ্নিদগ্ধ হয়ে মৃত শিক্ষককে স্মরণ করা হল শিক্ষক দিবসে। তার ছবিতে মালা দিয়ে শোক জ্ঞাপন করা হয়। অন্যদিকে মুরারইয়ে স্কুলকে এক লক্ষ টাকা সাহায্য করলেন প্রাক্তন শিক্ষক। রামপুরহাটের স্কুলের প্রতিষ্ঠাতার নামে চালু হল কৃতী পুরস্কার। এভাবেই শিক্ষক দিবস পালন হল বীরভূমে।
সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্ম দিবসে সারা দেশে পালিত হচ্ছে শিক্ষক দিবস। পিছিয়ে নেই বীরভূম জেলাও। এদিন মুরারই থানার মহুরাপুর হাইস্কুলে এক লক্ষ টাকা দান করেন স্কুলের প্রাক্তন শিক্ষক বিনয় ঘোষ। ওই টাকা স্কুলের ফান্ডে রেখে প্রতিবছর ক্লাসের মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হবে। ময়ূরেশ্বর থানার ব্রাহ্মণবহড়া গ্রামের বাসিন্দা বৃন্দাবন মণ্ডল ছিলেন মুরারই ১ নম্বর চক্রের মাকোয়া প্রাথমিক স্কুলের শিক্ষক। গত রবিবার রাত্রে বাড়ির মধ্যেই রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান। এদিন স্কুলে তার ছবি সামনে রেখে শিক্ষক দিবস পালন করা হয়। এই দিনটিতে রামপুরহাট থানার বড়শাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্র ছাত্রীদের অভয়াপদ ভট্টাচার্য্য স্মৃতি পুরস্কার দেওয়ার প্রচলন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ত্রিদিব ভট্টচার্য্য জানান, এই বিদ্যালয়ের প্রাণপুরুষ অর্থাৎ প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত অভয়াপদ ভট্টাচার্য্য। শুধু মানুষ নয়, একজন সমাজ গড়ার কারিগর ছিলেন অভয়াপদবাবু। গতবছর বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপন কমিটির ফান্ডে কিছু টাকা বেঁচে যায়। সেই অর্থ থেকেই আমরা সবাই শিক্ষক শিক্ষাকর্মী মিলে সিদ্ধান্ত নিই যে প্রতিবছর এই দিনটিতে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীতে স্কুলের সর্বোচ্চ স্থানাধীকারীদের পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে”।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক ও প্রাক্তনীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ভট্টাচার্য এবং সহকারী প্রধান শিক্ষক সুব্রত মণ্ডল জানান, এবার ২০১৮ সালের মাধ্যমিকে সায়ন মণ্ডল ও তমোময়ী ভট্টাচার্য এবং উচ্চমাধ্যমিকে অমর্ত্য ভট্টাচার্য্য এবং অংকিতা চক্রবর্তীর হাতে পুরষ্কার তুলেদেন সাংসদ শতাব্দী রায়। অমর্ত্য এবার উচ্চমাধ্যমিকে দ্বাদশ স্থান অধিকার করে। মাত্র ২ নম্বরের জন্য রাজ্যে দশম স্থান সে দখল করতে পারেনি। মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় লাইব্রেরী বইয়ের জন্য এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।