নৃত্যের মাধ্যমে যোগাসন রামপুরহাটে
Sunday, July 14th, 2019
খাসবার্তা প্রতিবেদন, রামপুরহাট, ১৪ জুলাই ঃ
নৃত্যের মাধ্যমে যোগাসন মঞ্চস্থ করল বীরভূমের রামপুরহাট এস আর গুরুকুল যোগা সেন্টার। আজ সন্ধ্যায় রামপুরহাট রেলমঞ্চে সংস্থার বার্ষিক যোগাসন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন বয়সের কচিকাঁচারা যোগাসন মঞ্চস্থ করে। নৃত্যের মাধ্যমে এই যোগাসন অনুষ্ঠান দর্শকদের কাছে মনোজ্ঞ হয়ে ওঠে। সংস্থার কর্নধার পিয়ালী সরকার জানান, খুব ছোট থেকেই তিনি যোগাসন নিয়ে রয়েছে। ২০০৫ সাল থেকে শহরের কচিকাঁচাদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। স্বপ্ন ছিল তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া ছেলেমেয়েরা জাতীয়স্তরে স্থান করুক। সেই স্বপ্ন সফল। তার সংস্থার বহু ছেলেমেয়ে ইতিমধ্যে রাজ্য ছাড়িয়ে জাতীয়স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে।