নতুন বাংলা সিনেমার ট্রেলার মুক্তি পেল তারাপীঠে

খাসবার্তা প্রতিবেদন, তারাপীঠ, ১৫ সেপ্টেম্বর ঃ
পূর্ব, দক্ষিণ, পশ্চিম। এই নামেই একটি নতুন বাংলা সিনেমার মুক্তি পেতে চলেছে রাজ্যে। তারাপীঠে তার ট্রেলার প্রকাশ করলেন সিনেমার পরিচালক সুচন্দ্রা বানিয়া।
পরিচালক জানান, মূলত আধ্যাত্মিক বিষয় নিয়ে নিনেমা তৈরি করা হয়েছে। তন্ত্রসাধনা সিনেমায় বেশি গুরুত্ব পেয়েছে। তন্ত্র সাধনায় যে মায়ের দেখা পাওয়া যায় তা প্রমাণ দিয়েছেন বামাখ্যাপা ও রামকৃষ্ণ। একজন মা তারা দেখা পেয়েছিলেন। রামকৃষ্ণ মা কালীর সানিধ্য পেয়েছিলেন। সেই তন্ত্র সাধনা নিয়েই সিনেমা করা হয়েছে। তন্ত্র সাধনার কিছু ভালো দিক রয়েছে। তন্ত্র সাধনার উপর দশ মহাবিদ্যার উপর সিনেমা। তবে ভালোবাসার উপর কোন সাধনা হতে পারে না। তাও তুলে ধরা হয়েছে সিনেমায়। অভিক সরকারের লেখা বই থেকে এই সিনেমা করা হয়েছে। সিনেমার নায়ক আরিয়ান ভৌমিক, নায়িকা পায়েল দেব। সাহিত্যিক রুদ্রপ্রসাদ সেনগুপ্তের বিশেষ ভূমিকা রয়েছে। সিনেমায় তিনটি গান রয়েছে। আগামী ২৫ অক্টোবর ছবিটি কলকাতায় মুক্তি পাবে।
পরিচালক সুচন্দা বলেন, “যেহেতু তন্ত্র সাধনার উপর সিনেমা তাই তারাপীঠে ট্রেলার দিয়েই সিনেমার যাত্রা শুরু করা হল।