মা তারাকে পুজো করা হল জগদ্ধাত্রী রূপে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৩ নভেম্বর : মা তারা সব দেবীর উর্ধে। তাই কোন দেবী মূর্তি পুজোর কল নেই তারাপীঠ। সব দেবী মূর্তির পুজো করা হয় মা তারেক সামনে রেখে। ফলে ব্যতিক্রম হয়নি জগদ্ধাত্রী পুজোতেও। সোমবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। এদিন মা তারেক জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। ফলে বিকেলে মা তারেক জগদ্ধাত্রী রূপে ডাকের সাজে মা তারাকে সাজানো হয়েছিল। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয় মা তারাকে সামনে রেখে। মা তারার জগদ্ধাত্রী সাজ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারাপীঠ মন্দিরে ভিড় জমান। তবে করোনা পরিস্থিতিতে জমায়েত অন্যান্য বারের তুলনায় কিছুটা কম হয়েছে।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “এদিন মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হচ্ছে। এদিন সন্ধায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। বলির পাঁঠার মাংস, মাছ, পোলাও, পাঁচ রকম সবজি, পোলাও, খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। বিশেষ আরতি হয়। জগদ্ধাত্রী উপলক্ষে মন্দির রকমারি আলোয় সাজানো হয়েছে”।